সৌতিঃ উবাচ
তখন উত্তঙ্ক রাজাকে বললেন - আমাকে অশুদ্ধ খাবার দিয়ে আপনি আবার উল্টো শাপ দিচ্ছেন ! এটা আপনার উচিত হচ্ছে না। তার চেয়ে খাবারটা আপনি নিজেই ভাল করে দেখুন না। তখন পৌষ্য সেই খাবারটি অশুদ্ধ দেখে তার অশুচিতার কারণ অপরোক্ষ বুদ্ধিতে অনুমান করার চেষ্টা করলেন।