সৌতিঃ উবাচ
তাঁর কথা শুনে অশ্বিনীকুমারেরা বললেন - আগে একসময় তোমার গুরুও এইরকম স্তব রচনা করেছিলেন। তাঁকেও আমরা এমনই অপূপ (পিঠে) দিয়েছিলাম। তিনি গুরুকে না দিয়েই সেই পিঠে খেয়েছিলেন। আমরা বলি - বাছা ! যেমন তোমার গুরুমশাই করেছিলেন, তুমিও সেইরকম কর।