সৌতিঃ উবাচ
সৌতি নৈমিষারণ্যবাসী শৌনককে উদ্দেশ করে বললেন - শুনুন মহর্ষি! আপনার আয়োজিত এই বারো বৎসরের যজ্ঞকালে আমি যে এই উৎকৃষ্ট মহাভারতের কথাগুলি বলব, তা ব্যাসের শিষ্য বৈশম্পায়ন মহারাজ জনমেজয়ের সর্পযজ্ঞের সময় বলেছিলেন।