সৌতিঃ উবাচ
মহাভারতকে এভাবে হৃদয় দিয়ে গ্রহণ করার কারণও আছে। চমৎকার যত শব্দের প্রয়োগ ঘটেছে এখানে, সে-সব শব্দে আছে অলঙ্কারের বিভূষণ, তাঁর মধ্যে আবার কত ব্যঞ্জনার সঙ্কেত, দিব্য ভাষা এবং মানুষী ভাষার সঙ্কেত, নানা ছন্দের শব্দবন্ধ - এমন জিনিসটা বিদ্বান মানুষকে আকর্ষণ করবেই।