সৌতিঃ উবাচ
এবার একটা কথা বলি, শুনুন পিতামহ। দেখুন, বেদের মধ্যে যত নিগূঢ় গোপন তত্ত্ব আছে, তা আমি প্রতিষ্ঠা করেছি এখানে। অন্য যে-সব শাস্ত্র আছে, সেগুলিরও অন্তঃসার এখানে নিবিষ্ট হয়েছে। আর শুধু বেদ তো নয়, বেদের যে ছয় অঙ্গ—শিক্ষা, কল্প, ছন্দ, ব্যাকরণ, নিরুক্ত, জ্যোতিষ—এই বেদাঙ্গগুলির সঙ্গে বেদের সমান তন্ত্র উপনিষদগুলির তত্ত্বকথাও আমি বিস্তারিতভাবে নিবিষ্ট করেছি এই মহাভারতে।