সৌতিঃ উবাচ
শোনো সঞ্জয়! বীর যোদ্ধা মদ্ররাজ শল্য, যিনি সব সময়ে এই স্পর্ধা করতেন যে, কৃষ্ণকে তিনি যুদ্ধে জয় করবেন, সেই শল্যকে ধর্মপুত্র যুধিষ্ঠির যুদ্ধে হত্যা করেছে - এই কথা যখন শুনলাম, তখন থেকেই আর আমি কৌরবদের জয়ের আশা করিনি।