সৌতিঃ উবাচ
সঞ্জয়! শোনো। গভীর এক অন্ধকার নেমে আসছে যেন এবং মনের প্রবল বিকলতা আমাকে যেন আকুল করে তুলছে। আমি চেতনা রাখতে পারছি না। কোথা থেকে এসে এক অদ্ভুত শোক-মোহ যেন বিহ্বল করে তুলছে আমার দেহ-চিত্ত-মন।