আদি পর্ব  অধ্যায় ১

সৌতিঃ উবাচ

বিদ্বদ্ভিঃ কথ্যতে লোকে পুরাণে কবিসত্তমৈঃ |  ২৭৫   ক
ভারতাধ্যয়নং পুণ্যমপি পাদমধীয়তঃ |  ২৭৫   খ
শ্রদ্দধানস্য পুয়ন্তে সর্বপাপান্যশেষতঃ ||  ২৭৫   গ
অনুবাদ

এই জগতের বিদ্বান পণ্ডিতেরা এই সমস্ত কথাই বলে থাকেন, এমনকী জ্ঞানী কবিরা পুরাণগুলির মধ্যেও এই উপনিষৎ-গর্ভ সারকথা বলে থাকেন। সম্পূর্ণ মহাভারত পাঠ করলে পুণ্য তো হয়ই, এই মহাভারতের একটি শ্লোকের অন্তর্গত একটি চরণ পাঠ করলেও পুণ্যলাভ হয়। আর যদি এই মহাভারতের ওপর বিশ্বাস থাকে, মহাভারতোক্ত ভাবনার প্রতি শ্রদ্ধা থাকে, তাহলে সেই শ্রদ্ধালু ব্যক্তির সমস্ত পাপও নষ্ট হয়ে যায়।

টিকা