সৌতিঃ উবাচ
শোনো সঞ্জয় ! যখন আমি শুনলাম, দিগ্বিজয়ে বেড়িয়ে পাণ্ডবরা তাদের আপন শক্তিবলে সমস্ত রাজাদের বশীভূত করেছে এবং রাজসূয় যজ্ঞের মতো এক মহাযজ্ঞ সম্পন্ন করেছে, তখন থেকেই আমি আর কৌরবদের জয়ের আশা করিনি।