সৌতিঃ উবাচ
সেই থেকে আজ পর্যন্ত এই পৃথিবীতে তৃতীয় পাণ্ডব অর্জুন সমস্ত ধনুর্বিদদের মধ্যে পূজনীয় হয়ে উঠলেন। অতিতেজস্বী সূর্যের দিকে যেমন তাকানো যায় না তেমনই যুদ্ধের সময়েও অর্জুনের মতো ধনুষ্প্রাণ ধনুর্বিদ মানুষের দিকে তাকানো যায় না।