সৌতিঃ উবাচ
তাতে দুর্যোধনের যথেষ্ট ক্রোধ উৎপন্ন হল বটে; কিন্তু নিজে যুদ্ধ করে সে যে পাণ্ডবদের পরাস্ত করতে সক্ষম হবেনা, এটা দুর্যোধন জানত। ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও তখনই যুদ্ধ করে সেই সমৃদ্ধ ঐশ্বর্য লাভ করতে পারবে না বুঝেই সে নিরুৎসাহ হয়ে পড়েছিল।