সৌতিঃ উবাচ
মনুষ্যমানে নির্ধারিত যুগের আগে এই অণ্ডই কিন্তু সমস্ত অন্য পদার্থের কারণ, যাঁকে প্রাচীনরা নাম দিয়েছেন 'মহান্'। লৌকিক বুদ্ধিতে সেই মহান্-কে বোঝা মুশকিল বলেই তিনি 'দিব্য' - মহদ্দিব্যম্, আমরা আচার্যদের কাছে শুনেছি যে, এই মহতের মধ্যেই সত্যের প্রতিষ্ঠা, তিনি পরম জ্যোতিঃস্বরূপ এবং তিনিই চিরন্তন চিন্ময়।