আদি পর্ব  অধ্যায় ৩

সৌতিঃ উবাচ

স তথেত্যুক্ত্বা গুরুকুলে দীর্ঘকালং গুরুশুশ্রুষণপরো’বসৎ গৌরিব নিত্যং গুরুণা ধূর্ষু নিযোজ্যমানঃশীতোষ্ণক্ষুতৃষ্ণাদুঃখসহঃসর্বত্রাপ্রতিকূলস্তস্য মহতাকালেন গুরুঃ পরিতোষং জগাম |  ৭৭   ক
অনুবাদ

বেদ সেকথা শুনে 'তাই হবে' একথা বলে গুরুর বাড়িতে বসবাস করে আপোদধৌম্যের সেবা করতে লাগলেন। উপাধ্যায় আপোদধৌম্য তাঁকে প্রতিদিন গোরুর মতো ভার বহন করাতেন - ঠিক যেভাবে জোয়াল কাঁধে নিয়ে গোরু ভার বহন করে, সেই ভাবেই বেদ ভার বহন করতেন। শীত, উষ্ণ, ক্ষুধা, তৃষ্ণা - সব সহ্য করে সমস্ত প্রতিকূল এবং কঠিন অবস্থায় বহুকাল তিনি গুরুর সেবা করলেন। তাতে গুরু পরম সন্তুষ্ট হলেন।

টিকা