সৌতিঃ উবাচ
এই গ্রন্থে ন্যায়নীতির শিক্ষা, চিকিৎসা, দান-ধর্ম এবং সমস্ত জীবের অন্তর্যামিনী শক্তির পাশুপত১ তত্ত্বও যেমন বিবৃত হয়েছে, তেমনই কী কারণে পুণ্যাপুণ্য কোন ধরনের কর্ম করলে দেবতা, মনুষ্য ইত্যাদি যোনিতে জন্ম লাভ করা যায়, তার কথাও এখানে বলা হয়েছে।
১ পশু অর্থে সমস্ত জীব বোঝায়, মানুষ এবং দেবতারাও সেই জীবের মধ্যে পড়েন, পশু বা জীবগণের পতি পশুপতি, অন্তর্যামী। পাশুপতম্-- অন্তর্যামীর তত্ত্ব বা মহিমা। পরবর্তী কালে রূঢ় অর্থে পাশুপত শাস্ত্র একটি সম্প্রদায়ও তৈরি করেছে যা পঞ্চোপাসনার অন্যতম একটি উপাসনার ধারা।