আদি পর্ব  অধ্যায় ৩

সৌতিঃ উবাচ

গ্রস্তাং সুপর্ণস্য বলেন বর্তিকামমুঞ্চাতামশ্বিনৌ সৌভগায় |  ৫৮   ক
তাবৎ সুবৃত্তাবনমন্ত মায়য়া বসত্তমা গা অরুণা উদাবহন্‌ ||  ৫৮   খ
অনুবাদ

ঔপনিষদিক পরমাত্মার কালশক্তি জীবরূপ ক্ষুদ্র পক্ষীকে আপন গ্রাস বানিয়ে রেখেছে। আপনারা দুই অশ্বিনীকুমার জ্ঞান প্রদান করে জীবাত্মার মুক্তির পথ দেখিয়েছেন এবং জীবকে কালের বন্ধন থেকে মুক্ত করেছেন। ঈশ্বরী মায়ার সহবাসী অজ্ঞান জীব যতক্ষণ রাগ-দ্বেষাদি রজোগুণগ্রস্ত বিষয়ে আসক্ত হয়ে ইন্দ্রিয়ের কাছে নতজানু হয়ে দেহকেই আত্মা বলে ভাববে, ততদিন জীব এই কর্মসংসারে আবদ্ধ হয়েই থাকবে।

টিকা