সৌতিঃ উবাচ
ময় দানবের সেই স্ফটিকনির্মিত সভার মধ্যে স্থলে জলভ্রম এবং জলে স্থলভ্রম হওয়ায় দুর্যোধন এখানে ওখানে পড়েই যাচ্ছিলেন বলে মনে হচ্ছিল। সেই সময় কৃষ্ণের সামনেই ভীম দুর্যোধনের সঙ্গে অনভিজাত নীচ ব্যক্তির মতো উপহাস করতে থাকেন।