সৌতিঃ উবাচ
উত্তঙ্ক এই ভাবে বললে উপাধ্যায় বেদ উত্তর দিয়ে বললেন - যে স্ত্রীলোক দুজন কাপড় বুনছিলেন, তাঁরা উত্তরায়ণ এবং দক্ষিনায়নের অধিষ্ঠাত্রী দেবতা ধাতা এবং বিধাতা। আর যে কালো এবং সাদা রঙের সুতোগুলি তুমি দেখেছ, সেগুলি রাত আর দিন। আর ছয়টি সেই বালক, যারা চাকাটি ঘোরাচ্ছিল, তারা ছয়টি ঋতু। বারোটি কাষ্ঠদণ্ড আমাদের বারো মাস আর ঐ চাকাটি হল বৎসর।