আদি পর্ব  অধ্যায় ৩

সৌতিঃ উবাচ

স তেনৈবমুক্ত উপাধ্যায়ঃ প্রত্যুবাচ - যে তে স্ত্রিয়ৌ ধাতা বিধাতা চ যে তে কৃষ্ণাঃ সিতাস্তন্তবস্তে রাত্র্যহনী। যদপি তচ্চক্রং দ্বাদশারং ষট্‌বৈ কুমারাঃ পরিবর্তয়ন্তি তে’পি ষড়্‌ঋতবঃ দ্বাদশারা দ্বাদশমাসাঃ সংবৎসরশ্চক্রম্‌ |  ১৬৪   ক
অনুবাদ

উত্তঙ্ক এই ভাবে বললে উপাধ্যায় বেদ উত্তর দিয়ে বললেন - যে স্ত্রীলোক দুজন কাপড় বুনছিলেন, তাঁরা উত্তরায়ণ এবং দক্ষিনায়নের অধিষ্ঠাত্রী দেবতা ধাতা এবং বিধাতা। আর যে কালো এবং সাদা রঙের সুতোগুলি তুমি দেখেছ, সেগুলি রাত আর দিন। আর ছয়টি সেই বালক, যারা চাকাটি ঘোরাচ্ছিল, তারা ছয়টি ঋতু। বারোটি কাষ্ঠদণ্ড আমাদের বারো মাস আর ঐ চাকাটি হল বৎসর।

টিকা