আদি পর্ব  অধ্যায় ১

ব্রহ্মা উবাচ

জড়ান্ধবধিরোন্মত্তং তমোভূতং জগদ্ভবেৎ |  ৯৫   ক
যদি জ্ঞানহুতাশেন ত্বয়া নোজ্জ্বলিয়ং ভবেৎ ||  ৯৫   খ
অনুবাদ

ব্রহ্মা ব্যাসকে প্রশংসা করে বললেন - তুমি যদি তোমার জ্ঞানাগ্নির পবিত্র আলোয় এই জগতকে উজ্জ্বল করে না তুলতে, তাহলে এই জগত অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন হয়ে যেত; এই জগত হয়ে উঠত অন্ধ, বধির, জড় কিংবা উন্মত্তের মতো অনর্থক প্রলাপী।

টিকা