সৌতিঃ উবাচ
নারায়ণের সমান বা সমতুল্য কিছু নেই, কোনোদিন এমন কিছু ছিলও না যা তাঁর সমতুল্য হতে পারে এবং ভবিষ্যতেও এমন কিছু থাকবে না যা নারায়ণের সমতুল্য হবে। এই সত্য বাক্য হৃদয়ে অবধারণ করেই আমরা সমস্ত প্রয়োজন সাধন করব বলে মনে করি।
১ 'নার' মানে জল।প্রলয়কালে পৃথিবী জলময়; প্রকৃতিতে সত্ত্ব-রজ-তম গুণের স্থিতাবস্থা – ইকুইলিব্রিয়াম্ তৈরী হয়।এই জলময়ী সাম্যাবস্থাই ‘নার’।‘নার’-কে যিনি আশ্রয় করে থাকেন,তিনি নারায়ণ – অনন্তশয্যায় নারায়ণ।