সৌতিঃ উবাচ
উত্তঙ্ক এই কথা বললে রাজা পৌষ্য একটু চিন্তা করে বললেন - নিশ্চয় আপনি এঁটোমুখে আছেন। একবার ভাল ভাবে খেয়াল করুন তো, তাই কী না। এঁটোমুখে রয়েছে এমন অশুচি মানুষ সেই ক্ষত্রিয়াণী আমার রানীকে দেখতে পায় না। কারণ তিনি পতিব্রতা এবং সেই হেতুই অশুচি মানুষ তাঁর দর্শন পায় না।