সৌতিঃ উবাচ
এইখানেই বলা হয়েছে দুর্যোধনের নিযুক্ত কর্মকর পুরোচন নামে এক ব্যক্তির জতুগৃহের আগুনে পুড়ে মরার কথা। তারপর গভীর বনের মধ্য দিয়ে পাণ্ডবদের চলার পথে হিড়িম্বা রাক্ষসীর সঙ্গে পাণ্ডবদের দেখা হওয়ার কথা।