সৌতিঃ উবাচ
মহারাজ যুধিষ্ঠির কুলপুরোহিত ধৌম্যের উপদেশে সূর্যের উপাসনা করেছিলেন এবং সেই সূর্যের অনুগ্রহেই তাঁদের খাদ্যের সংস্থান সম্ভব হয়। এরপরেই মহামতি বিদুর ধৃতরাষ্ট্রের শুভৈষণায় কিছু হিতবাক্য শোনালে অম্বিকাপুত্র ধৃতরাষ্ট্র তাঁকে পরিত্যাগ করলেন।