সৌতিঃ উবাচ
তারপর ধৃতরাষ্ট্রের সভায় মহামুনি মৈত্রেয়ের আগমন এবং রাজা দুর্যোধনের প্রতি তাঁর অনুশাসন-বাক্য। দুর্যোধন তাঁর কথার অবমাননা করলে তাঁর প্রতি মৈত্রেয়ের অভিশাপ নেমে আসে।