সৌতিঃ উবাচ
এরপর শকুনি পাশাখেলায় পাণ্ডবদের ছলনার দ্বারা পরাজিত করেছেন - একথা শুনে কৃষ্ণের ক্রোধ সৃষ্টি হয় এবং সেই অবস্থায় অর্জুন তাঁকে যেভাবে শান্ত করেন, সেই ঘটনা বলা হয়েছে।