সৌতিঃ উবাচ
এরপর এইখানেই মহর্ষি দ্বৈপায়ন ব্যাস কৃষ্ণকৃত শাল্ববধের উপাখ্যান শুনিয়েছেন। তারপর কৃষ্ণ সুভদ্রা এবং তাঁর পুত্রকে নিয়ে দ্বারকায় যান। এদিকে ধৃষ্টদ্যুম্নও ভগ্নী দ্রৌপদীর পুত্রদের পঞ্চালদেশে নিয়ে যান।