সৌতিঃ উবাচ
লোমশ মুনির কাছ থেকে অর্জুনের খবর পেয়ে যুধিষ্ঠিরাদি পাণ্ডবেরা তীর্থভ্রমণ করতে বেরোলেন। তীর্থ-পর্যটনের ফললাভের সঙ্গে তাঁদের পুণ্যলাভের বিষয়টিও এখানেই বর্ণিত হয়েছে।