সৌতিঃ উবাচ
সুরসৌগন্ধিক পুষ্পলাভের জন্য ভীমসেন যক্ষরাজধানীতে কুবেররক্ষিত সরোবরের জল তোলপাড় করে ফেললেন। তারই সূত্র ধরে বিশালাকার যক্ষ-রাক্ষসদের সঙ্গে ভীমের যুদ্ধ আরম্ভ হল এবং এই যুদ্ধে মহাবীর মণিমান ইত্যাদি প্রধান যক্ষদের সঙ্গে ভীমের বিশাল যুদ্ধ হল।