সৌতিঃ উবাচ
আবার ঐ অণীমাণ্ডব্যের বরেই মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসের ঔরসে ধর্ম বিদুর রূপে জন্ম গ্রহণ করলেন। আর এই অধ্যায়েই তাঁরই ঔরসে ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর জন্ম এবং অবশেষে পাণ্ডুপুত্রদের জন্মকথা বর্ণিত হয়েছে।