সৌতিঃ উবাচ
যুদ্ধের জন্য যাঁরা একত্রিত হয়েছিলেন, তাঁদের মধ্যেই চলে আসেন কৃষ্ণজ্যেষ্ঠ বলরাম। তারপর বলরামের তীর্থযাত্রা প্রসঙ্গে সরস্বতী নদীতীরবর্তী বিভিন্ন তীর্থের পবিত্রতার কথা বলা হয়েছে।