সৌতিঃ উবাচ
মদোন্মত্ত যদু-বৃষ্ণিবংশীয় পুরুষেরা সামান্য নলখাগড়ার খণ্ড দিয়ে পরস্পর পরস্পরকে আঘাত করতে লাগলেন, এবং এই সময় এই নলখাগড়ার খণ্ডগুলি যেন বজ্রের রূপ ধারণ করে তাঁদের পরস্পর পরস্পরকে হত্যায় সাহায্য করেছিল। যদুবৃষ্ণিদের সকলকেই এই ভাবে ধ্বংস হতে দেখার পর বলরাম এবং কৃষ্ণ অন্যান্যদের মতোই সর্বসংহারকারী কালের নিয়মকে অতিক্রম না করে এই ধরাধাম থেকে তিরোহিত হলেন।