সৌতিঃ উবাচ
যাঁরা মোক্ষলাভের অভিলাষ করেন, তাঁরা যেমন ত্যাগ-বৈরাগ্য অবলম্বন করেন, সেইরকম প্রাজ্ঞ লোকেরা মোক্ষলাভের জন্য এই মহাভারতকেই উপজীব্য করেন। কেননা, মহাভারতের মধ্যেই সেই বিচিত্র পদ-পদার্থ, নানান বিষয় এবং উপাখ্যান বিচিত্র-বিস্তারে উচ্চারিত হয়েছে। আর এখানেই খোঁজ মেলে বহু ধরনের আচার এবং নিয়মের যা সমগ্র ভারতবর্ষ জুড়ে প্রচলিত।