সৌতিঃ উবাচ
এরপরে আসন্ন যুদ্ধে সেনাপতি হিসেবে কাকে অভিষিক্ত করা হবে তার উপাখ্যান বর্ণিত হয়েছে। তারপরে বলা হয়েছে কৃষ্ণের সঙ্গে মহর্ষি শ্বেতের বিভিন্ন এবং বিচিত্র রকমের কথোপকথন। অবশেষে কৌরবসৈন্য এবং পাণ্ডবসৈন্যের যুদ্ধের জন্য গমনের প্রক্রিয়া।