সৌতিঃ উবাচ
মহাভারতে এর পরের অংশে অষ্টবসুর একত্রিত তেজে ভীষ্মের জন্মকাহিনী। রাজ্যলাভের ব্যাপারে ভীষ্ম যে উদাসীনতা দেখিয়েছেন এবং একই সঙ্গে ব্রহ্মচর্য-ব্রতে তাঁর দৃঢ় অবস্থানের বিষয় নিয়ে মহাভারতের পরবর্তী অংশ লিখিত হয়েছে।