সৌতিঃ উবাচ
শোনো সঞ্জয় ! আমি যখন শুনলাম - ধূর্ত অথচ অল্পপবুদ্ধি দুঃশাসন উন্মুখ রাজসভার মধ্যে দ্রৌপদীর বস্ত্ররাশি টেনে খোলার চেষ্টা করছে কিন্তু তবুও সেই বস্ত্ররাশির অন্ত খুঁজে পাচ্ছে না, তখন থেকেই আমি আর কৌরবদের জয়ের আশা করিনি।