সৌতিঃ উবাচ
যুধিষ্ঠিরের ভাইরা সেইখানে যমরাজের আলয়ে অবস্থান করছিলেন - সেই নরকে একত্র দাঁড়িয়ে যুধিষ্ঠির অন্যান্য ভাইদের সঙ্গে জ্যেষ্ঠভ্রাতা কর্ণেরও করুণ বিলাপ শুনতে পেলেন। তখন স্বয়ং ধর্ম এবং দেবরাজ ইন্দ্র ভাইদের সঙ্গে যুধিষ্ঠিরের দেখা করালেন, হয়তো বা তাঁরা যুধিষ্ঠিরকে তাঁর ভাইদের সদ্গতি দর্শন করালেন।