সৌতিঃ উবাচ
হ্যাঁ, সেই কুণ্ডলদুটি তুমি নিয়ে এসো। আজ থেকে চার দিনের দিন আমি পুণ্যক ব্রত পালন করব। ক্ষত্রিয়াণীর ঐ কুণ্ডলদুটি পরে বেশ সেজেগুজে আমি ব্রাহ্মণদের অন্ন পরিবেশন করব - এরকমটাই আমি ইচ্ছা করছি। তুমি সেই ইচ্ছা পূরণ কর। এইই কাজ করলে তোমার ভাল হবে এবং এছাড়া অন্যরকম করলে তোমার কী ভাল হতে পারে ?