সৌতিঃ উবাচ
কর্ণের এই মহত্ত্বে তুষ্ট হয়ে ইন্দ্র তাঁকে একজন মাত্র পুরুষকে বধ করা যায় এমন একটি অস্ত্র দিলেন, যার নাম 'শক্তি'। এরপর দুটি যজ্ঞকাষ্ঠ (অরণি) হরণের উপাখ্যান - যেখানে স্বয়ং ধর্ম নিজপুত্র যুধিষ্ঠিরকে উপদেশ দিয়েছিলেন।