সঞ্জয়  উবাচ
(এমনও নয় যে তাঁরা অসদুপায়ে বড়ো বড়ো রাজা হয়েছেন।) তাঁরা সকলেই ন্যায় অনুসারে এই পৃথিবী জয় করেছেন, অনেকেই অনেক দান-দক্ষিণা দিয়ে বড়ো বড়ো যাগ-যজ্ঞ করেছেন এবং এই পৃথিবীতে প্রভূত যশোলাভ করার পরেও অবধারিত মৃত্যুকে বরণ করেছেন তাঁরা।