আদি পর্ব  অধ্যায় ১

সৌতিঃ উবাচ

আদ্যং পুরুষমীশানং পুরুহূতং পুরুষ্টুতম্‌ |  ২৪   ক
ঋতমেকাক্ষরং ব্রহ্ম ব্যক্তাব্যক্তং সনাতনম্‌ ||  ২৪   খ
অনুবাদ

সৌতি বললেন - মহাভারত-কথা বলার আগে নমস্কার জানাই সেই চরাচরগুরু ভগবান শ্রীহরিকে। তিনি এই জগতের আদিপুরুষ, সবচেয়ে প্রাচীন - পুরাণপুরুষ এবং এত কাল সমস্ত যজ্ঞে ঋত্বিক-পুরোহিতেরা তাঁকেই যজ্ঞে আহ্বান করেছেন - তিনি পুরুহূত। তাঁরই স্তুতি করেছেন সামগায়ী ব্রাহ্মণেরা - তিনি পুরুষ্টুত। তিনি বৈদিক ধর্মে ঋত-স্বরূপ, তিনি একাক্ষর ওঁকার, নির্বিশেষ ব্রহ্ম, সাংখ্যের ব্যক্তাব্যক্ত প্রকৃতির চৈতন্য-সম্পাদনকারী সনাতন পুরুষ - নমস্কার জানাই তাঁকে।

টিকা

পুরু মানে এখানে বহু। অনেক হোতারা যাঁকে যজ্ঞে আহ্বান করেন - তিনি পুরুহূত।


অনেক সামগায়ী ঋষিরা যাঁর স্তুতি করেন, তিনিই পুরু-স্তুত = পুরুষ্টুত।


ঋত অর্থ সত্য, ব্রহ্ম।


যাঁর সান্নিধ্যে অব্যক্তা প্রকৃতি জগত এবং জীবরূপে ব্যক্ত হন। তিনি নিজে অব্যক্ত সাংখ্যীয় পুরুষ, অথবা অব্যক্ত ব্রহ্মস্বরূপ। শ্বেতাশ্বতর উপনিষদ বলেছে - ব্যক্তাব্যক্তং ভরতে বিশ্বমীশঃ।