সৌতিঃ উবাচ
শোনো সঞ্জয় ! যখন আমি শুনলাম - শরশয্যায় শায়িত ভীষ্ম তৃষ্ণায় কাতর হয়ে অর্জুনের কাছে পানীয় জল চেয়েছেন, আর অর্জুন পিতামহের তৃষ্ণা দূর করার জন্য শরাঘাতে ভূমি ভেদ করে জলের দ্বারা ভীষ্মকে তৃপ্ত করেছে, তখন থেকেই আমি আর কৌরবদের জয়ের আশা করিনি।