সৌতিঃ উবাচ
শোনো সঞ্জয়! যখন আমি শুনলাম, দ্রোণপুত্র অশ্বত্থামা, কৃপাচার্য এবং কৃতবর্মার মতো বীরেরা পাঞ্চালদের এবং দ্রৌপদীর পুত্রদের ঘুমন্ত অবস্থায় বধ করে ধর্ম-বিগর্হিত এক বীভৎস কাজ করেছে, তখন থেকেই আমি আর কৌরবদের জয়ের আশা করিনি।