সৌতিঃ উবাচ
আর যে জ্ঞান লাভ করলে মানুষ সমস্ত জ্ঞানের অধিকারী হতে পারে, সেই বিস্ময়কর এবং অত্যন্ত বিশাল মোক্ষধর্মের কথাও এই শান্তিপর্বে বলা আছে। মহাভারতের এই দ্বাদশতম পর্ব, যাকে শান্তিপর্ব বলা হয়েছে, তা সমস্ত জ্ঞানী মানুষের প্রিয় বিষয়।