সৌতিঃ উবাচ
বিদ্বান ব্যক্তি এই মহাভারত পাঠ করে বা শ্রবণ করিয়ে নিঃসংশয়ে ভ্রুণহত্যাদি গুরুতর পাপ থেকেও মুক্তিলাভ করেন। যে ব্যক্তি শুদ্ধমনে পূর্ণিমা প্রভৃতি বিভিন্ন পর্বতিথিতে মহাভারতের একটি অধ্যায়ও পাঠ করেন, তিনি সমগ্র মহাভারত পাঠের ফললাভ করেন - এটাই আমার মনে হয়।