আদি পর্ব  অধ্যায় ১

সৌতিঃ উবাচ

তৎশ্লোককূটমদ্যাপি গ্রথিতং সুদৃঢ়ং মুনে |  ১১৪   ক
ভেত্তুং ন শক্যতে’র্থস্য গূঢ়ত্বাৎ প্রশ্রিতস্য চ ||  ১১৪   খ
অনুবাদ

সৌতি উগ্রশ্রবা নৈমিষারণ্যে সমবেত মুনিদের সামনে বললেন - শুনুন মুনিরা সব! ব্যসকৃত গ্রন্থগ্রন্থির এই শ্লোকগুলি অত্যন্ত জটিলভাবে রচিত। তার অর্থও জটিল এবং গূঢ়। সেই বিশাল মহাভারতীয় শ্লোকরাশির মধ্যে দ্বৈপায়ন মুনি যেসব দুর্ভেদ্য কূট-শ্লোক অতিকঠিনভাবে সন্নিবেশিত করেছিলেন, সেগুলির অর্থ এত গূঢ় এবং গভীর যে আজও সেগুলির গ্রন্থিভেদ করা যায় না।

টিকা