সৌতিঃ উবাচ
শোনো সঞ্জয় ! আমি যখন শুনলাম - ব্রহ্মার বরে বলীয়ান তথা গর্বোদ্ধত হয়ে ওঠায় যে কালকেয় দানবেরা এবং পৌলোম রাক্ষসেরা দেবতাদেরও অজেয় হয়ে উঠেছিল - যখন শুনলাম অর্জুন সেই অসুরদেরও যুদ্ধে জয় করেছে , তখন থেকেই আমি আর কৌরবদের জয়ের আশা করিনি।