আদি পর্ব  অধ্যায় ১

সৌতিঃ উবাচ

ইতিহাসপুরাণাভ্যাং বেদং সমুপবৃংহয়েৎ |  ২৮৮   ক
বিভেত্যল্পশ্রুতাদ্বেদো মাময়ং প্রহরিষ্যতি |  ২৮৮   খ
কার্ষ্ণং বেদমিমং বিদ্বাশ্রাবয়িত্বার্থমশ্নুতে ||  ২৮৮   গ
অনুবাদ

ইতিহাস এবং পুরাণের দ্বারা সমগ্র বেদের অর্থকে অনুধাবন করতে হয়, এই অনুধাবনি বুদ্ধিতেই বেদের অর্থ বর্ধিত এবং পরিষ্কৃত হয়। কেননা এরকম একটি কথা প্রচলিত আছে যে, অল্পশ্রুত তথা অল্পজ্ঞ ব্যক্তিকে বেদ এই ভাবে ভয় পান যে, এই ব্যক্তি আমাকে প্রহার করবে, অর্থাৎ বেদার্থের ভুল ব্যাখ্যা করবে। বেদার্থ সংবর্ধিত করে বলেই মহাভারতকে কার্ষ্ণবেদ অর্থাৎ কৃষ্ণদ্বৈপায়নপ্রোক্ত বেদ বলা হয়। বিদ্বান ব্যক্তি মানুষকে এই 'কার্ষ্ণবেদ' শ্রবণ করিয়েই সমৃদ্ধি লাভ করেন।

টিকা