ঋষয় উচুঃ
সমস্ত আখ্যান উপাখ্যানের মধ্যে শ্রেষ্ঠতম সেই রচনা। যেমন সুন্দর সেখানে পদ-পদার্থ-বাক্যের ব্যবহার, তেমনি কৌশলী তাঁর অধ্যায়-পর্বের বিভাগ। সূক্ষ্ম এবং সযৌক্তিক তত্ত্বকথারও যেমন অভাব নেই সেখানে, তেমনই নিহিত আছে বৈদিক ভাবনার পরম্পরা।