সৌতিঃ উবাচ
শোনো সঞ্জয় ! যখন আমি শুনলাম, ধার্মিক গঙ্গাপুত্র ভীষ্ম যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে নিজের মৃত্যুর উপায় নিজেই বলে দিয়েছেন এবং পাণ্ডবরা অত্যন্ত হৃষ্ট মনে ভীষ্মকথিত উপায়টিকেই অবলম্বন করল, তখন থেকেই আমি আর কৌরবদের জয়ের আশা করিনি।