সৌতিঃ উবাচ
এই মহাভারতে যে ভগবান বাসুদেবের কীর্তন করা হয়েছে, তিনি শাশ্বত পরব্রহ্মস্বরূপ, তিনি নিত্য, সত্য এবং জ্যোতিস্বরূপ। জ্ঞানী মনীষীরা তাঁর সমস্ত কার্যক্রিয়াকে অলৌকিক দিব্যভাবিত বলে জানিয়েছেন।