সৌতিঃ উবাচ
জ্ঞাতব্য বিষয়ের মধ্যে শ্রেষ্ঠতম যেমন আত্মজ্ঞান এবং প্রিয়বস্তুর মধ্যে শ্রেষ্ঠ যেমন নিজের জীবন, তেমনই সমস্ত শাস্ত্রের মধ্যে ইতিহাসই শ্রেষ্ঠতম। কেননা, ইতিহাসই পরম পুরুষার্থ বা মনুষ্য-প্রয়োজনের কথা বলে।